ইনসাইড বাংলাদেশ

এক আলুর ওজন ৮ কেজি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় আট কেজি ওজনের বিশাল একটি মিষ্টি আলু পাওয়া গেছে। এতো বড় মিষ্টি আলু স্মরণকালে দেশের আর কোথাও দেখা যায়নি বলে ধারণা করছেন স্থানীয় লোকজন এবং কৃষি কর্মকর্তারা।

সিরাজদিখান উপজেলার নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেন বাড়ির সামনে বিভিন্ন সবজি চাষ কররেন। ছয় মাস আগে রোপণ করেছিলেন সিন্ধি প্রজাতির (লাল) মিষ্টি আলু। আলু তুলতে গিয়ে তিনি বিশাল এই আলুটি দেখতে পান। আলুটির ওজন সাত কেজি সাতশ গ্রামের একটু বেশি। তার ক্ষেতে বেশ বড় বড় আরো কিছু আলু রয়েছে। বিশালাকৃতির আলুটি দেখতে বেলায়েত হোসেনের বাড়িতে অনেকেই ভিড় করছেন।

সিরাজদিখান উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মমতাজ বলেন, ‘সাধারণত এক থেকে দেড় কেজি ওজনের মিস্টি আলু হয়। কিন্তু মিষ্টি আলু এতো বড় হয় তা আমাদের জানা ছিল না।’

জেলা কন্দাল ফসল গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে বিশাল এই আলু নয়ে কথা বললে তাঁরা জানান, আলুটি নিয়ে তারা গবেষণা করে দেখবেন।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭