ইনসাইড পলিটিক্স

ঐক্যফ্রন্টের জনসভার তদবীর করলেন কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার করার কথা ছিল, কিন্ত পুলিশ তার অনুমতি দেয়নি। এ নিয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারক মহল মনে করছে, নির্বাচনের আগে এমন জনসভায় বাধা দেয়া ঠিক নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুলিশের উর্ধতন কর্মকর্তা ও আইজির সঙ্গে কথা বলেছেন, তিনি জানতে চেয়েছেন কেন এই সিলেটে জনসভা করতে দেয়া হল না? তিনি বলেছেন, অন্যকোন আইনগত সমস্যা বা গোয়েন্দা সূত্রে বড় কোন নাশকতার খবর না থাকলে অবশ্যই যেন তাদের জনসভা করতে দেয়া হয়।

উল্লেখ্য, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে জনসভার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেটের রেজিস্ট্রি মাঠে ২৩ অক্টোবর জনসভা করার কথা ছিল। প্রাথমিকভাবে ধারণা ছিল এমন জনসভার সুযোগ মিলবে না ঐক্যফ্রন্টের।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭