কালার ইনসাইড

শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

প্রিয় শিল্পীকে একনজড় দেখতে আগেও ভীড় করতো। তবে তাকে হাসতে দেখতে হাজির হত। আজ ভক্ত অনুরাগীরা হাজির হয়েছেন তাকে শেষ দেখা দেখতে। তিনি আর নেই, উড়াল দিল আকাশে। সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই শিল্পীর মরদেহ সেখানে রাখা হবে।

এরপর বাদ জুমা মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ মাঠে। সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ সরাসরি শিল্পীর গ্রামের বাড়ি চট্টগ্রামের নিয়ে যাওয়া হবে।

পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে, ছেলে কানাডা ও মেয়ে অস্ট্রেলিয়া থেকে আজ দেশে ফেরার পর আগামীকাল শনিবার শিল্পীকে তার জন্মস্থান চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার পারিবারিক কবরস্থানে মায়ের পাশে সমাহিত করা হবে। এর আগে চট্টগ্রামে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭