ওয়ার্ল্ড ইনসাইড

কোন দেশে কত নারী পাইলট?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

অন্য সব পেশার মতো বিমান চালনাতেও নারীদের অংশগ্রহণ বেড়েই চলেছে। আন্তর্জাতিক নারী বৈমানিক সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে বিভিন্ন দেশে বিমান চালনায় নারীদের অংশ গ্রহণের হার তুলে ধরেছে। এখানে সেটাই তুলে ধরা হলোঃ

ভারত

ভারতের এয়ার লাইন্সগুলোতে শতকরা প্রায় ১৩ ভাগই নারী পাইলট বলে জানিয়েছে আন্তর্জাতিক নারী বৈমানিক সংস্থা। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলটদের মধ্যে শতকরা ৯ দশমিক ৬২ শতাংশ নারী।

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নারী বিমান চালক শতকরা ৪ দশমিক ৭৭ শতাংশ। দেশটিতে বিমান চালনায় নারীদের অংশগ্রহণ কম হলেও তা আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক নারী বৈমানিক সংস্থা। ব্রিটিশ এয়ারওয়েজে নারী পাইলট ৫ দশমিক ৮৬ ভাগ।

যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রেও নারী পাইলটের সংখ্যা খুবই কম। দেশটিতে বিমান চালনায় নারীর অংশগ্রহণ শতকরা ৪ দশমিক ৩৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমান সংস্থা আমেরিকান এয়ার লাইন্সে বিমান চালকদের শতকরা ৪ দশমিক ২০ শতাংশ নারী।

কানাডা

আন্তর্জাতিক নারী বৈমানিক সংস্থার তথ্য অনুযায়ী, এয়ার কানাডায় নারী পাইলটের অংশগ্রহণ ৫ দশমিক ৪৬ শতাংশ। 

বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থায় ১২ জন নারী পাইলট আছে বলে জানা গেছে। তবে এটা সামগ্রিক চিত্র নয়। এদেশের বেসরকারি এয়ারলাইন্সগুলোতেও নারী পাইলটরা অংশগ্রহণ করছেন।

আন্তর্জাতিক নারী বৈমানিক সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে পাইলটদের মধ্যে শতকরা ৫ ভাগ নারী। নিঃসন্দেহে এই হার খুবই কম। তবে খুব দ্রুতই এ অবস্থার পরিবর্তন ঘটছে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭