কালার ইনসাইড

বিদেশেও চলছে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

শুধু বাংলাদেশ নয়, আইয়ুব বাচ্চু ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় মুখ। নিজের গান নিয়ে ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বহু আন্তর্জাতিক শিল্পী তাঁর গান এবং গিটার থেকে অনুপ্রেরণা নিয়েছেন। এবির মৃত্যুতে তাই শোক জানিয়েছেন তাঁর বিদেশী অনুরাগীরা। তাঁদের ফেসবুক দেয়াল জুড়ে চলছে শোকের মাতম।

অনিন্দ্য চট্রোপাধ্যায়

কলকাতার জনপ্রিয় ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’র সদস্য আনিন্দ্য চট্রোপাধ্যায়ের বেড়ে ওঠা আইয়ুব বাচ্চুর গান শুনে। ফেসবুকে তিনি এক শোক বার্তায় লিখেন- ‘আমাদের বড় হয়ে ওঠার রাত জাগা ছোট ছোট কষ্টগুলোর সাথে আপনি জড়িয়ে ছিলেন। ভালো থাকবেন বাচ্চু ভাই।’

অনুপম রয়

এবির হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না দুই বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রয়- ‘বাচ্চু ভাইয়ের এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।’

কবির সুমন

প্রথিতযশা সংগীতশিল্পী কবির সুমন এমন নিষ্ঠুর নিয়তিতে শোকস্তব্ধ। তাঁর ভাষায়- ‘আইয়ুব বাচ্চু আর নেই? যাওয়ার কথা তো আমার। ও গেল। ভালো শিল্পী, কী ভালো মানুষ! ধুৎ।’

অঞ্জন দত্ত

এবির মৃত্যু সঙ্গিতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে অঞ্জন দত্ত লিখেন, ‘ভয়ংকর ক্ষতি হয়ে গেল...আইয়ুব বাচ্চু...’

রুপম ইসলাম

ব্যান্ড সংগীতে দুই বাংলার পরিচিত মুখ ‘ফসিলস’ ব্যান্ডের রুপম ইসলাম লিখেন, ‘কী হচ্ছে গতকাল থেকে? গতকাল পৌলোমী, আজ বাচ্চু ভাই...আর কী কী দুঃসংবাদ শুনতে হবে? 
আইয়ুব বাচ্চু। সেই তুমি কেন এত অচেনা হলে! 
স্মরণ করছি। ফিরে দেখছি আমাদের শেষ সাক্ষাৎকার। আমার বাড়িতে। অনেক পরিকল্পনা হয়েছিল এরপর। কিছুই তো বাস্তবায়ন হলো না। 
শ্রদ্ধা।’

মীর আফসার আলী

শিল্পীদের পাশপাশি কলকাতার অনেক অভিনেতাও এবির প্রয়াণে শোক জানিয়েছেন। কৌতুক অভিনেতা মীর আফসার আলী তাঁর ফেসবুক দেয়ালে এবির সঙ্গে তাঁর একটি ছবি দিয়ে লিখেছেন, ‘নবমীতে বিসর্জন… বাচ্চু ভাই চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন’ এছাড়া তিনি ২০১৬ সালের একটি পোস্টও শেয়ার করেন। সেখানে তিনি লিখেন, ‘ব্যান্ডেজ প্রথমবারের মতো এলআরবি ও বাচ্চু ভাইয়ের সঙ্গে দুবাইয়ে পারফর্ম করতে যাচ্ছে। এমন স্মৃতি চিরজীবনের জন্য মনে থাকবে। বাচ্চু ভাই, আমরা আবারও একসঙ্গে হবো।’

বিক্রম চ্যাটার্জী

অভিনেতা বিক্রম চ্যাটার্জী তাঁর ফেসবুক দেয়ালে লিখেন, ‘আপনার সংগীত চিরকাল শ্রোতাদের মনে গেঁথে থাকবে বাচ্চু ভাই’

আনন্দন শিবমনি

এবির মৃত্যুর দুই দিন আগে তাঁর সঙ্গে ড্রাম বাজিয়েছিলেন ভারতের গুনি ড্রামবাদক আনন্দন শিবমনি। তাঁর সঙ্গে ড্রাম বাজিয়ে ভীষণ গর্বিত এই শিল্পী লিখেন, ‘ঠিক দুই রাত আগেই আইয়ুব বাচ্চুর সঙ্গে পারফর্ম করা আমার কাছে গর্বের ব্যাপার ছিল। আমি ও আমার দল গত রাতেই আলাপ করছিলাম, কীভাবে আপনার সঙ্গে এক হয়ে বাংলাদেশ সফরের আগামী সাতটা শোতে আরও সেরা কিছু পরিবেশনা মঞ্চে তুলে আনা যায়। আপনাকে মিস করব। আপনার সঙ্গে তোলা এই ছবি সারা জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে...’   

বাংলা ইনসাইডার/ এইচপি                

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭