কালার ইনসাইড

যে ১০ কারণে হিট হবে ‘দেবী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত ছবিটিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে জয়া আহসান। চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

আজ শুক্রবার দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু ছবি মুক্তির আগেই রাজধানীর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ‘দেবী’র অগ্রিম টিকিটের জন্য হুল্লোড় পড়ে গেছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড ও ব্লকবাস্টার সিনেমাসে ছবি মুক্তির দুই দিন আগে থেকেই দেবীর টিকিট বিক্রি শুরু হয়েছে। খবর নিয়ে জানা যায়, প্রথম দিনে প্রায় সবগুলো হলই ছিল দর্শকপূর্ণ। দর্শকের ‘দেবী’ দেখার অনেক কারণ রয়েছে। বিশেষ করে এই ১০ টি কারণের জন্য অবশ্যই দেখতে হবে সিনেমাটি। 

১. এটি একটি মৌলিক গল্পের সিনেমা।

২. ইদানিংকালের সিনেমার মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক প্রচারণা হয়েছে।

৩. এটির শিল্পী, কলা-কুশলী একেকজন পরীক্ষিত সৈনিক (চঞ্চল চৌধুরী, জয়া আহসান, ইরেশ যাকের, শবনম ফারিয়া, অনিমেষ আইচ)।

৪. হুমায়ূন আহমেদের উপন্যাসে সিনেমা, যার প্রতি দর্শকের আগ্রহ থাকবেই। বড়পর্দায় মিসির আলিকে দেখার অভিজ্ঞতা।

৫. `আয়নাবাজি’ সিনেমার চিত্রনাট্যকার এবং বিজ্ঞাপন জগতের কপিরাইটার হিসেবে পরিচিত মুখ অনম বিশ্বাসের পরিচালনায় প্রথম ছবি। যিনি দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন অঙ্গনে নান্দনিকতার পরিচয় দিয়েছেন। বিজ্ঞাপনের কপি লেখার পাশাপাশি পরিচালনাতেও নাম লিখিয়েছেন। কাজ করছেন বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে।

৬. সময় এবং কন্টেন্টের দারুণ সংমিশ্রণ। যেমন, হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গা পূজাকে উপলক্ষ্য করে`দেবী` মুক্তি। 

৭. যথাযথভাবে ভৌতিক রহস্যঘেরা ছবি বাংলাদেশে হয় না বললেই চলে। সেক্ষত্রে নতুন কিছু পাওয়ার স্বাধ।

৮. সর্বসাধারণ অর্থাৎ মাস পিপলকে টার্গেট করে বানানো হয়েছে সিনেমাটি। 

৯. ছোটপর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়ার বড়পর্দায় অভিষেক। ছোট পর্দায় বিশেষ করে তরুন দর্শকের কাছে চাহিদা আছে ফারিয়ার। 

১০. বড়সড় কোন ক্ল্যাশে পড়ছে না সিনেমাটি। ‘দেবী’- এর বিপরীতে মুক্তি পেয়েছে বাপ্পীর ‘নায়ক’ সিনেমা। যা সবক্ষেত্রেই ‘দেবী’ থেকে পিছিয়ে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭