ইনসাইড গ্রাউন্ড

নিজেকে প্রমাণ করছেন সৌম্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল গত ১১ অক্টোবর। ১৫ সদস্যের ঘোষিত এ দলে জায়গা হয়নি এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলা ওপেনার সৌম্য সরকারের। এশিয়া কাপের মাঝপথে দেশ থেকে উড়িয়ে নেয়া হয়েছিল সৌম্যকে। পাকিস্তানের বিপক্ষে কোন রান না করেই আউট হলেও ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে তাঁর ৩৩ রানের ইনিংসে ভর করেই বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর করতে সক্ষম হয়।

তামিম ইকবালের অনুপস্থিতিতেও দলে জায়গা হয়নি এই তারকা ওপেনারের। দলে তাঁর জায়গা না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। তবে নির্বাচকদের মতামতও ছিল যুক্তিসম্মত। দীর্ঘদিন সৌম্যর ব্যাতে রান নেই,আর নতুন ওপেনার শান্তকে আরও কিছু দিন সময় দিয়ে দেখতে চান নির্বাচকরা তাই সৌম্যকে দলে রাখা হয় নি।

অথচ, সেই জিম্বাবুয়ের বিপক্ষেই আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের জার্সিতে অনবদ্য এক সেঞ্চুরি করে উপেক্ষার জবাবটা বেশ ভালোভাবেই দিলেন সৌম্য সরকার। ১১৪ বলে ১০২ রানের ইনিংস খেলেন জাতীয় দলের তারকা এই ব্যাটসম্যান। তাঁর এই সেঞ্চুরি হয়তো নির্বাচকদের টেস্ট সিরিজের জন্য ভাবিয়ে তুলতে পারে।

বাংলা ইনসাইডার/এজেএস

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭