ইনসাইড গ্রাউন্ড

কলম্বোয় জুনিয়র টাইগারদের টেস্ট জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

শ্রীলঙ্কা সফরের শুরুটা দারুণ ভাবে করল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলকে ১৩ রানে হারিয়ে চার দিনের যুব টেস্ট ম্যাচে জয় পেল যুবা টাইগাররা।

টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে জুনিয়র টাইগারদের সংগ্রহ ছিল ৩০৯ রান। অধিনায়ক তৌহিদ হৃদয় ৫৪ ও অমিত হাসান করেছিলেন ৬৪ রান। জবাবে টাইগার বোলাররা লিড নিতে দেয় নি শ্রীলঙ্কাকে। ২৮৮ রানে বেঁধে ফেলে স্বাগতিকদের। টাইগারদের হৃদয় ও রকিব ৩ টি করে উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে এসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কান যুবাদের বোলারদের দাপটে মাত্র ১১৫ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে পড়োঠোম ইনিংসের ৩৬ রানের লিড সহ টার্গেট দ্বারায় ১৩৬ রানের।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের কাছে পরাস্ত হয় শ্রীলঙ্কা। ১২৩ রানে শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। রকিবুল হাসান প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নেন, তাছাড়া শাহিন আলম নেন ৩ উইকেট। যুবাদের জয় আসে ১৩ রানের।

বাংলা ইনসাইডার/এজেএস

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭