কালার ইনসাইড

‘আমি আইয়ুব বাচ্চুর ভাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

আইয়ুব বাচ্চুর ছোটভাই ইরফান ছট্টুর সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তাঁর। তিনি বাচ্চুর নিয়মিত খোঁজখবর নিতেন। তিনি বলেন, ‘সাত জনমের সৌভাগ্য যে, আমি আইয়ুব বাচ্চুর ভাই হতে পেরেছি। আমার ভাইয়ের জন্য সারাদেশের মানুষ পাগল, আর আমি তার ভাই। তার জন্য মানুষ আমাকেও চেনে, সম্মান করে। সবাইকে একটাই অনুরোধ। আইয়ুব বাচ্চুর স্মৃত বিলীন হতে দিবেন না আপনারা।’ 

ইরফান ছট্টু আরও বলেন, ‘তার জন্য শুধু দুহাত তুলে দোয়া করবেন। তিনি যেন ভালো থাকেন। কারও মনে ভুলেও কষ্ট দিয়ে থাকলে সেসব ক্ষমা করে দেবেন।’

আজ ঢাকায় দুইটি জানাযা শেষে, আইয়ুব বাচ্চুর মরদেহ আবারও স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়। সেখান থেকে চট্টগ্রামে নেয়া হবে তার মরদেহ। অস্ট্রেলিয়া ও কানাডা থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব। তারা এলে চট্টগ্রামে শনিবার মায়ের কবরের পাশে তার মরদেহের দাফন করা হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অচেতন হয়ে পড়েন তিনি। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চুর এই মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭