ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে ট্রেনের ধাক্কায় ৬২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

ভারতের অমৃতসরে ট্রেনচাপায় ৬২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের চৌরি বাজার এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রেললাইনের ওপর এবং পাশে দাঁড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের দশেরা উৎসবে রাবণ পোঁড়ানো দেখছিলেন শতাধিক মানুষ। আর সেই সময় ভিড়ের ওপর দিয়েই দ্রুত গতিতে চলে যায় ট্রেন।

প্রাথমিকভাবে মৃতের সংখ্যা জানা যায় ৫০ জন। আজ সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২ জনে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। আহতদের মধ্যে প্রচুর মানুষের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা দু’শো ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পাঞ্জাব সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে পাঁচ লাখ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শোক প্রকাশ করে জানিয়েছেন, অমৃতসরের দুর্ঘটনা হৃদয় বিদারক।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭