ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের ট্রফি আজ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

বিশ্বকাপ ট্রফি আজ যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। আজ শনিবার সকালে বিমানে করে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি চট্টগ্রামে পৌঁছাবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন টেনিস কোর্টে ট্রফিটি রাখা হবে।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ট্রফিটি সকাল সাড়ে দশটা থেকে ১১ টা পর্যন্ত আলাদা ভাবে বরাদ্দ থাকবে, বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে।

আগামীকাল চারদিনের ভ্রমণ শেষে ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করে নেপালের উদ্দেশ্যে যাত্রা করবে। এ বছরের ২৭ আগস্ট বিশ্বভ্রমণে বের হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের এই ট্রফি। বাংলাদেশ ভ্রমণ শেষে নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি হয়ে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি ২০১৯ বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে পৌঁছাবে ট্রফি।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭