ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আফগানিস্তানে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ প্রতীক্ষিত সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে আফগানিস্তানের জনগণ। আজ শনিবার দেশটির স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে ৯ ঘন্টা । সূত্র বিবিসি’র।

এবারের নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির প্রায় ৯০ লাখ ভোটার। ভোটের মাধ্যমে জনগণেরর রায় জানানোর সুযোগ পাচ্ছেন তাঁরা। তবে তালেবান হুমকির কারণে ভোট পড়ার হার কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনে আড়াইশটি আসনে লড়ছেন আড়াই হাজারেরও বেশি প্রার্থী । এদের মধ্যে রয়েছেন অসংখ্য নারী প্রার্থীও।

এবারের সংসদ নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন পর্যবেক্ষকরা। এ নির্বাচন আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিতে পরিবর্তস আনবে বলে আশা প্রকাশ করছেন আফগান নাগরিকরা। আগামী এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে।

আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পরপরই ২০১৫ সালে নতুন নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিন সেটি সম্ভব হয়নি। ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্ক ও যুদ্ধ পরিস্থিতির কারণে তা ব্যাহত হয়।

ভোট শুরুর পর্বে প্রায় ৫ হাজার কেন্দ্রের কঠোর নিরাপত্তা দিচ্ছে আফগান নিরাপত্তা বাহিনী। এদিকে তালিকায় থাকলেও ঝুঁকির কারণে আরও প্রায় দুই হাজার কেন্দ্রে ভোট দিতে পারছেন না আফগানিরা। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে দেশটির প্রায় ৩০ শতাংশ থানা।

ভোট কেন্দ্রগুলোকে ঘিরে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় ৫৪ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। ভোটের প্রাথমিক ফল জানতে অপেক্ষা করতে হবে আরও প্রায় ২০ দিন।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭