ইনসাইড গ্রাউন্ড

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে অনিশ্চিত রুবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডেতে অনিশ্চিত পেসার রুবেল হোসেন। গত পাঁচ দিন ধরেই জ্বর ও টনসিলের সমস্যায় ভুগতেছেন রুবেল। অবস্থার উন্নতি হওয়ায় আজ শনিবার দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে ম্যাচ খেলার মতো শারীরিক ও মানসিক ভাবে ফিট নন জাতীয় দলের অভিজ্ঞ এ পেস তারকা।

জ্বর ও টনসিলের সমস্যার কারণে ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলনে থাকতে পারেন নি রুবেল। জানা গেছে অসুস্থতার জন্য অনেক এন্টিবায়োটিক সেবন করতে হয়েছে তাঁকে, ফলে প্রথম ম্যাচ খেলার জন্য রুবেল নিজেই প্রস্তুত নন এই মুহূর্তে।

আগামীকাল রুবেল হোসেন মূল একাদশে না থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে দলে দেখা যেতে পারে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নজর কেড়েছিলেন রনি। তবে গতকালের প্রস্তুতি ম্যাচে পেস অলরাউন্ডার সাইফুদ্দিনের উপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। গতকাল সাইফুদ্দিন বিসিবি একাদশের হয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭