ইনসাইড গ্রাউন্ড

শতাব্দী সেরা রেকর্ড আব্বাসের?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

অস্ট্রেলিয়াকে একাই বিধ্বস্ত করে দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। আবুধাবি টেস্টে ১০ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানের বড় ব্যবধানে হারায় তাঁর দল। দুবাই টেস্টে এই পেসারের উইকেট ছিল ৭ টি। সর্বমোট দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০ দশমিক ৫৮ গড়ে আব্বাসের শিকার ১৭ উইকেট যা গত ১০০ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন বোলারের সেরা সাফল্য। ১৯৮৫ সালে ইংল্যান্ডের রিচার্ড এলিসন ১০ দশমিক ৮৮ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট।

তবে এই সাফল্যকে ছাড়িয়ে গেছে আব্বাসের অন্য একটি বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে গত ১০০ বছরে আব্বাসের করা কীর্তি গড়তে পারেনি কোনো বোলার। নূন্যতম ৫০ উইকেট নেয়া বোলারদের বোলিং গড়ে ১০০ বছরে তাঁর রেকর্ড শীর্ষে। মাত্র ১৫ দশমিক ৬৪ গড়ে এই পেসার নিয়েছেন ৫৯ উইকেট। আর ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত এই গড় চতুর্থ।

এর আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এক বছরে মাত্র ১১.৮৭ গড়ে নিয়েছেন ৩৩ উইকেট নিয়েছেন তিনি। যা ছিল গত একশত বছরের টেস্ট ইতিহাসে সেরা গড়।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭