ইনসাইড বাংলাদেশ

‘অশুভ শক্তির জোটের সঙ্গে কোনো সংলাপ নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

সম্প্রতি গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে সাম্প্রদায়িক অশুভ শক্তির অ্যালায়েন্স (জোট)  আখ্যা দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই জোটের সঙ্গে কোনো সংলাপে প্রস্তুত নয় আওয়ামী লীগ।’   

আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংদাকিদের এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট একটি সাম্প্রদায়িক অশুভ শক্তির জোট। আওয়ামী লীগ এই জোটের সঙ্গে কোনো সংলাপে প্রস্তুত নয়। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, অর্থাৎ আর মাত্র ১০-১২ দিন বাকি আছে। এরমধ্যে কীসের সংলাপ? সংলাপ করার সময় কোথায়?’  

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে সিলেটের মাজার জিয়ারত রাজনৈতিক ট্র্যাডিশন। ঐক্যফ্রন্ট যদি মাজার জিয়ারত করতে জন্য সেখানে যায়, তাহলে যেতে পারে। কিন্তু মাজার জিয়ারতের নামে যদি কোনো প্রকার নাশকতা-সহিংসতা সৃষ্টির পরিকল্পনা থাকে, তাহলে উক্ত পরিস্থিতিই নির্ধারণ করবে আইন-শৃঙ্খলা বাহিনী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭