ইনসাইড বাংলাদেশ

এরশাদের ১৮ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ থেকে ১৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

আজ শনিবার দুপুর ১২ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি ১৮ দফা ইশতেহার ঘোষণা  করেন।

এরশাদের ঘোষিত ১৮ দফার মধ্যে প্রাদেশিক সরকার গঠন করে প্রশাসনের বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে।

নির্বাচন পদ্ধতি ও নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্গঠন এবং সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি।

পূর্ণাঙ্গ উপজেলা প্রশাসন ব্যবস্থা প্রণয়ন।

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রদান।

ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেওয়া। ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণে তাদের জন্য আসন সংরক্ষণ করা হবে।

শান্তি ও নিরাপত্তার মাধ্যমে সহাবস্থানমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা।

শিল্প খাতের অগ্রগতি প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন এরশাদ এই ইশতেহারে। 

ইশতেহারে খাদ্য নিরাপত্তা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়। 

শিক্ষা পদ্ধতির সংস্কার। 

দেশে স্বাস্থ্য, সেবা খাত এবং পরিবেশ নিয়ে নতুন নীতি প্রণয়ণের প্রতিশ্রুতি।

 দেশের সড়কে নিরাপত্তা সাধন।  

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদ ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতির কথাও জানান।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই মহাসমাবেশ উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, দলেটির কো চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ সভাপতিমণ্ডলীর সদস্য। এছাড়াও জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, জাতীয় ইসলামী মহাজোটের নেতারাও সমাবেশে অংশগ্রহণ করেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭