ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রী যখন ফটোগ্রাফার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে দেশবাসী নানা রূপে দেখেছেন। কখনো তিনি একজন আদর্শ মা হিসেবে ছেলের জন্মদিনে রাধুনীর বেশে রান্না করেন। আবার কখনো তিনি একজন আদর্শ দাদি রুপে নাত-নাতনির সঙ্গে খুনসুটি করেন। কখনো আবার তাঁকে নিতান্তই একজন সাধারণ বাঙ্গালী নারীর মতোই পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের মেঠো পথে ভ্যান চড়ে ঘুরে বেড়ান।  কখনো তিনি খালি পায়ে সমুদ্র সৈকতে হেঁটে বেড়ান। তবে এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা গেল একজন ফটোগ্রাফার হিসেবে।

গত কয়েক ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগ মাধমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন একটি ছবি ভাইরাল হতে দেখা যায়। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ফটোগ্রাফারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। প্রধানমন্ত্রী ছবি তুলে দিচ্ছেন ছোটবোন শেখ রেহানার।

এমন অসাধারণ একটি মূহূর্ত ক্যামেরাবন্দি করেছেন দেশের সুপরিচিত আলোকচিত্রী ইয়াসিন কবির জয়। জানা যায় ২০১৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এই ছবিটি তোলা হয়।

আজ শনিবার বিকেল ৩টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন ছবিটি শেয়ার করেন।  

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭