কালার ইনসাইড

আইয়ুব বাচ্চুর নামে ‘রাস্তা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

চট্টগ্রামের ছেলে আইয়ুব বাচ্চু। সেখানে নিজ গ্রামে মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হয়েছেন এই কিংবদন্তি। চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর লাশ নেয়া মাত্রই তাকে এক নজর দেখতে ঢল নামে ভক্তদের।  আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা রেখে সেখানকার মেয়র আ জ ম নাছির উদ্দিন  ঘোষণা দেন, `আইয়ুব বাচ্চুর নামে চট্টগ্রাম মুসলিম হলের নামকরণের ইচ্ছা রয়েছে। পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় একটি সড়কেরও নামকরণ করা হবে।’

তিনি আরও বলেন,‘চট্টগ্রামের সম্পদ আমাদের আইয়ুব বাচ্চু। সমগ্র দেশের গর্ব। তিনি  আমৃত্যু তরুণদের ভালোপথে ডেকেছেন। গান গেয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে উপস্থাপন করেছেন। এই চট্টগ্রামের নাম উজ্জল করেছেন। দেশকে অনেক কিছুই দিয়েছেন তিনি। আমরা জীবিত থাকতে হয়তো তাকে অনেককিছুই দিতে পারিনি। তবে আমি মনে করি তার মৃত্যু নেই। তাকে আমরা যতটা পারি চেষ্টা করবো মনে রাখতে। তাকে কিছু দেয়ার চেষ্টা করবো।’

এর আগে সকাল দশটার দিকে চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে আইয়ুব বাচ্চুর মরদেহ পৌঁছালে, তা গ্রহণ করেন স্থানীয় মেয়র। এরপর বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় তার চতুর্থ নামাজে জানাজা। জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন সঙ্গীতের এ উজ্জল নক্ষত্র। 


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭