কালার ইনসাইড

গৃহবধু কফিনের পাশে দাঁড়াতেই অঝোরে কাঁদলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

চট্টগ্রামের ছেলের মরদেহ আসবে আপন ঠিকানায়, একেকটি নির্ঘুম রাত যেন পার হচ্ছিল চট্টগ্রাম শহরের আপামর ভক্ত-অনুরাগী, স্বজনদের। ভোর থেকেই পূর্ব মাদারবাড়ির ডিটি রোডে ভিড় জমতে শুরু হয়। 

দুপুর ১২টায় মরদেহ নেওয়া হয় চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ির বালুর মাঠ এলাকায় তার নানার বাড়িতে। পুলিশ এসে লাইন করে দেন শেষ দেখার অপেক্ষায় থাকা ভক্তকূলদের। ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন তারা। প্রিয় মানুষকে দেখতে লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। প্রিয় মানুষের কফিন দেখেই কেউ কেউ চোখ মুছতে থাকেন, সশব্দে কাঁদতে থাকেন অনেকে। সতীর্থ, সঙ্গীত জগতের সঙ্গীরা দু’হাতে চোখ ঢাকেন।

জন্মস্থান এনায়েত বাজার থেকে সেখানে গিয়েছিলেন গৃহবধূ পারভিন আক্তার। কফিনের পাশে দাঁড়াতেই তার কান্নার বাঁধ যেন ভেঙে যায়, অঝোরে কাঁদলেন। পারভীন বলেন,‘উনার (বাচ্চু) বাড়ি এবং আমার বাবার বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকে উনাকে দেখেছি। গানের জন্য বাসায় কত যে বকা খেয়েছেন, কিন্তু নাছোড়বান্দা কখনো গান ছাড়েননি। সবাই ওনাকে ভালোমানুষ বলেই জানতাম। মানুষটি যেন ভালো থাকে পরকালে।’

তিনি আর কথা বলতে পারছিলেন না। অঝোরে কান্নায় ভেঙ্গে পড়েন। তাকে শান্ত করছিলেন তার সঙ্গে আসা একজন।



বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭