ইনসাইড বাংলাদেশ

‘জাতির পিতা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। শিক্ষার মাধ্যমে তিনি জাতিকে উন্নত করতে চেয়েছিলেন। শিক্ষার উন্নয়নে জাতির পিতা কাজ করে গেছেন। সংবিধানে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। তিনিই শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন।’  

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করেছি। আমরা শিক্ষানীতি তৈরি করে দিয়েছি। আমরা মানুষের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়াতে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছি।

এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭