ইনসাইড বাংলাদেশ

‘শিক্ষিত জাতি ছাড়া ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশগড়া সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2018


Thumbnail

শিক্ষিত জাতি ছাড়া ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতাসহ আমাদের দেশের সকল আন্দোলনের পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে নিজেকে ধন্য মনে করি। গবেষণা ও শিক্ষকদের প্রশিক্ষণের জন্য সরকার সব ধরনের ব্যবস্খা গ্রহণ করবে।’   

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন শিক্ষাসহ সব ক্ষেত্রে উন্নয়ন করলেও ২০০১ সালে সরকার পরিবর্তনের সঙ্গে শিক্ষাসহ অনান্য ক্ষেত্রে পিছিয়ে যায় বলেও তিনি এ সময় উল্লেখ করেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭