ইনসাইড গ্রাউন্ড

ভয়াবহ ইনজুরিতে মেসি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2018


Thumbnail

লা লিগায় রোববার রাতে সেভিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ এক ম্যাচে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। ইনজুরির পরবর্তী অবস্থা এখনো জানা না গেলেও মেসিকে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

এর আগে ম্যাচের শুরুতেই ফিলিপ কৌতিনহোকে একটি গোল অ্যাসিস্ট করেন মেসি। তাঁর বাড়ানো পাস থেকে কৌতিনহো কোনাকোনি এক শটে জাল খুঁজে নেন।

১০ মিনিটের মাথায় মেসি নিজেই গোল করেন। গোল করার ২ মিনিটের মাথায় ভয়াবহ ইনজুরিতে পড়েন তিনি। বিপক্ষ দলের এক খেলোয়াড়ের থেকে বল কেড়ে নিতে যেয়ে মাটিতে পড়ে যান। এতে হাতের কনুইয়ে আঘান পান মেসি। টেলিভিশন রিপ্লে থেকে ধারণা করা হচ্ছে মেসির কনুই ডিসলোকেট হয়ে যেতে পারে। কিংবা কনুইয়ে চিড় ধরতে পারে। এ সময় মেসিকে মাঠের মধ্যেই ব্যাথায় কাতরাতে দেখা যায়।

মেসির ইনজুরির পুরো অবস্থা জানতে মেসি প্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। মেসি ইনজুরিতে পড়লে ২৮ অক্টোবর রিয়াল মাদ্রিদের সঙ্গে ‘এল ক্লাসিকো’ মিস করতে পারেন তিনি।

বাংলা ইনসাইডার/এসএকে   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭