ইনসাইড পলিটিক্স

শর্তসাপেক্ষে সিলেটে সমাবেশের অনুমতি পাচ্ছে ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2018


Thumbnail

সিলেটে শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) মাজার জিয়ারত এবং পরবর্তী সমাবেশের মাধ্যমে দেশব্যাপী প্রচারণার ঘোষণা দিয়েছিল নবগঠিত ঐক্যফ্রন্ট। এজন্য আগামী ২৪ অক্টোবর সিলেটে সমাবেশের অনুমিত চেয়েছিল তারা। তবে নিরাপত্তার কারণে প্রাথমিক ভাবে সিলেটে সমাবেশের অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট। এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাল ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে কথা বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। আজ বিকেলের মধ্যেই শর্তসাপেক্ষে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলা ইনসাইডারকে বলেছেন, আমি পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেওয়া যায় কিনা এ নিয়ে কথা বলেছিল। শান্তিপূর্ণ সমাবেশসহ কয়েকটি শর্তসাপেক্ষে ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে কথা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আজ বিকেলে মধ্যে ঐক্যফ্রন্টকে শর্তসাপেক্ষে সিলেটে সমাবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেওয়া হতে পারে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭