ইনসাইড গ্রাউন্ড

আজ জিম্বাবুয়ের জ্বলে উঠতে পারেন কারা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2018


Thumbnail

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে আজ দুপুর আড়াইটায় মুখোমুখি হচ্ছে সফরকারী জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশে এসেছে দলটি। আজ বাংলাদেশের বিপক্ষে পূর্নশক্তিতে ঘুরে দাঁড়াতে চাইবে দলটি। বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠতে পারেন দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। তাঁদের রয়েছে টাইগারদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা।

জিম্বাবুয়ে দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা একদিন আগেই একমাত্র প্রস্তুতি ম্যাচে করেছেন অনবদ্য এক সেঞ্চুরি। টাইগারদের বিপক্ষে এ অভিজ্ঞ ব্যাটসম্যানের রয়েছে ৪৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা। বাংলাদেশের বিপক্ষে ১ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়ের অধিনায়কের রান ১১৫২। আজকের ম্যাচে ব্যাট হাতে টাইগারদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন এই ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরে আসা জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর টাইগারদের বিপক্ষে সব সময়ই জ্বলে উঠেন। টেইলর ৪৭ ম্যাচ খেলে বাংলাদেশের বিপক্ষে করেছেন ১২২২ রান যেখানে রয়েছে ৭ হাফ সেঞ্চুরির পাশাপাশি ২ টি সেঞ্চুরি।

বাংলাদেশের ব্যাটসম্যানের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন জিম্বাবুয়ের পেসার তেন্দাই চাতারা। সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে দারুণ ছন্দে রয়েছেন এ পেসার। ৬০ ওয়ানডেতে তাঁর শিকার ৮২ উইকেট। সবশেষ ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ট্রামকার্ড হতে পারেন ডোনাল্ড ত্রিপানো, ২০১৪ সালে অভিষেক হওয়া এ পেসার এখন পর্যন্ত ২১ ওয়ানডে খেলে পেয়েছেন ২০ উইকেট।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭