ওয়ার্ল্ড ইনসাইড

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৫৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2018


Thumbnail

নাইজেরিয়ার কাদুনা রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। চলতি সপ্তাহে রাজ্যের কাসুয়ান মাগানি শহরে এ ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে প্রেসিডেন্ট বুহারি জানান, ‘কাসুয়ান মাগানি শহরের দাঙ্গায় এ পর্যন্ত ৫৫ জন নিহত হয়েছেন। এটা খুবই দুঃখজনক।’

বুহারি আরও বলেন, ‘মানুষকে আঘাত করাকে কোন সংস্কৃতি ও ধর্মই সমর্থন করে না। যেকোনো সমাজের কল্যাণ ও অগ্রগতির জন্য শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক ছাড়া আমাদের দৈনন্দিন উদ্দেশ্য সাধনও সম্ভব নয়।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাসুয়ান মাগানি শহরের একটি বাজারে ঠেলাগাড়ি চালকদের মধ্যে বিতণ্ডার জের ধরে মুসলিম ও খ্রিস্টান তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে এটা সাম্প্রদায়ক দাঙ্গায় রূপ নেয়।

সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কাদুনা রাজ্য পুলিশের কমিশনার। শহরজুড়ে কারফিউ জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭