ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের হয়ে আজ আলো ছড়াবেন কারা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2018


Thumbnail

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। এ সিরিজে বাংলাদেশ দলে রয়েছে বেশকিছু পরিবর্তন। ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান, এশিয়া কাপের দলে থাকা সৌম্য সরকার ও মোসাদ্দেককেও রাখা হয় নি এ সিরিজের দলে। নতুন মুখ হিসেবে ফজলে রাব্বিকে ডাকা হয়েছে, এছাড়াও দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

বাংলাদেশের হয়ে আজ মুশফিকুর রহিম জ্বলে উঠতে পারেন, শেষ ৯ ম্যাচে প্রায় ৪৯ গড়ে তাঁর রান ৪৩৪। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই করেছিলেন তাঁর ক্যারিয়ারের সেরা ১৪৪ রানের অনবদ্য এক ইনিংস। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও ছিলেন উজ্জ্বল, ৯৯ রানে আউট হয়েছিলেন সে ম্যাচে। এ সিরিজে মুশফিকের ব্যাট হাসবে এ কথা বলাই যায়।

বাংলাদেশের হয়ে এ ম্যাচে আলাদা নজর থাকবে এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন দাসের উপর। তামিম ইকবালের অবর্তমানে লিটনই দলের প্রধান ওপেনার হিসেবে মাঠে নামবেন।

এশিয়া কাপে নিজেকে পুনরায় ফিরে পাওয়া মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজেই সফরকারীদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন। এশিয়া কাপের পাঁচ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। সবশেষ ১০ ম্যাচে ১৭ উইকেট আছে তাঁর ঝুলিতে।

সাকিবের অনুপস্থিতিতে তাঁর ভুমিকায় দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। এশিয়া কাপের ফাইনালে ব্যাটিং প্রতিভা দিয়ে নজর কেড়েছিলেন সবার, বল হাতে কতটা মিতব্যয়ী হওয়া যায় মিরাজ তা প্রমাণ করেছেন। এ সিরিজে নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে মেলে ধরতে চাইবেন অনূর্ধ্ব ১৯ দলের সাবেক এ অধিনায়ক।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭