ওয়ার্ল্ড ইনসাইড

তিন প্রান্তিকে সাড়ে ১১ কোটি টন কয়লা রপ্তানি রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2018


Thumbnail

কয়লা রপ্তানিতে ২০১৮ সালের মধ্যে ২০ কোটি টন কয়লা রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া। এর মধ্যে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই প্রায় সাড়ে ১১ কোটি টন কয়লা রপ্তানি করেছে দেশটি। সূত্র রয়টার্সের।

দেশটির জ্বালানি মন্ত্রনালয়ের হিসেবে, ২০১৮ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১১ কোটি ৪০ লাখ টন কয়লা রপ্তানি করা হয়েছে। গত এক বছরের ব্যবধানে দেশটিতে কয়লা রপ্তানি বেড়েছে ৪ শতাংশ।

রপ্তানির লক্ষ্য পুরোপুরি অর্জনে দেশটির খনিগুলো থেকে ৪২ কোটি টন কয়লা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক। কয়লা রপ্তানি খাতে অর্জিত লক্ষ্য অর্জনে বেশ জোরে শোরেই এগিয়ে চলেছে রাশিয়া।

চলতি বছরের আগস্টেই কয়লা রপ্তানিতে সবচেয়ে বড় সাফল্য দেখিয়েছে দেশটি। শুধু আগস্ট মাসেই রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বেশি কয়লা রপ্তানির রেকর্ড হয়েছে।

মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাড়তি চাহিদার কারণে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে রাশিয়ার কয়লা রপ্তানিতে চাঙ্গাভাব দেখা দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এ গতিতে প্রবৃদ্ধি হলে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো বৈশ্বিক কয়লা রপ্তানি খাতেও দ্রুত শ্রেষ্ঠত্ব অর্জন করবে রাশিয়া।

 

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭