ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়েই ফেবারিট?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2018


Thumbnail

বাংলাদেশের বিপক্ষে নিজেদেরকেই ফেবারিট দাবি করছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। প্রথম ম্যাচের আগে গতকাল প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাসাকাদজা বলেন, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি খেলে থাকা প্রতিপক্ষ জিম্বাবুয়ে, এখানকার এই কন্ডিশনের সঙ্গে একটু বেশি পরিচিত। অন্য দলগুলোর চেয়ে ওদের সঙ্গে আমাদের সম্ভাবনা একটু বেশি। আমরা এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।

জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি গত বেশ কিছু বছর ধরে লক্ষণীয়,আমরা ওদের সঙ্গে নিয়মিত খেলে থাকি, আমাদের বেশ কিছু ক্রিকেটার এখানে বিপিএল খেলে থাকে, তাই এই সিরিজে আমরাই ফেবারিট।

আজ ২১ অক্টোবর বেলা আড়াইটায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি,গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭