ইনসাইড বাংলাদেশ

‘তরুণদের জন্যেই সব কাজ করে যাচ্ছি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কারও এখন আর বেকার থাকার কোনো সুযোগ নেই। একটু যদি কেউ উদ্যোগ নেয় তাহলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। পাশাপাশি নিজের পরিবার ও দেশকেও সহযোগিতা করতে পারবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তরুণদের কাজ। আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করেছি তরুণদের ভবিষ্যতের জন্যে। যত কাজ করে যাচ্ছি সব কিছুই তরুণ সমাজের জন্যে।’   

আজ রোববার দুপুর ১২ টার দিকে গনভবণ থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন উপলক্ষে তাঁর বক্তব্যের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তরুণ ও যুবসমাজকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণদের মনযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। প্রযুক্তি সম্পর্কে আরও জানতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যা যা করা দরকার আমরা তা করবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের যুব সমাজই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মকে আমরা একটা দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই। তরুণদের জন্যে কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। এই ব্যাংক থেকে বিনা জামানতে দুই লক্ষ ঋন নিয়ে খুব সহজেই যে কেউ ব্যবসা করতে পারে।  বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে মুক্তি দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছি।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭