ইনসাইড গ্রাউন্ড

হেসে খেলে বড় রান তাড়া করল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

ভারতের ব্যাটিং শক্তি কতটা মজবুত তা ভালো ভাবেই টের পেল ওয়েস্ট ইন্ডিজ। রোববার আসামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩২২ করেও ম্যাচে হারতে হয় সফরকারীদের।

ক্যারিবীয়দের কাছ থেকে মূলত ম্যাচটি কেড়ে নেয় ভারতের দুই রানমেশিন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনেই করেন সেঞ্চুরি। ১০৭ বলে ২১ চার ও ২ ছক্কায় ১৪০ করে কোহলি বিদায় নিলেও ১১৭ বলে ১৫ চার ও ৮ ছক্কায় ১৫২ রান করে অপরাজিত থাকেন রোহিত। ম্যাচ শেষ হয়ে যায় এখানেই। ভারতের জয় আসে ৪৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় ব্যবধানে।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরি ও ওপেনার কাইরন পাওয়েলে হাফসেঞ্চুরি ক্যারিবীয়রা বড় স্কোর গড়ে। ৭৮ বলে ৬ চার ও ৬ ছক্কায় ১০৬ করেন হেটমায়ার।

আগামী ২৪ অক্টোবর ভিসাখাপন্তমে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭