ইনসাইড গ্রাউন্ড

১৪৪ করেও সেরা বলছেন না ইমরুল!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

এশিয়া কাপের মূল স্কোয়াডে ছিলেন না ইমরুল কায়েস। তামিমের ইনজুরি ও শান্ত-লিটনের বাজে ফর্ম ইমরুল ও সৌম্যকে দেশ থেকে উড়িয়ে নিয়ে যায় এশিয়া কাপে। হাজার মাইল পাড়ি দিয়ে বিশ্রাম ছাড়াই আবুধাবিতে ম্যাচ খেলতে নেমেছিলেন ইমরুল। দলকে টেনে বের করেছেন চরম ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে। জীবনে প্রথমবার ব্যাট করতে ৬ নম্বরে নেমেই অপরাজিত ৭২ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন তিনি। আফগানদের রশিদ খান, মুজিবের মতো বিশ্বসেরা স্পিনারদের সামলান ইমরুল। তাই গতকালের ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংসের চেয়েও সেই ইনিংসটিকে নিজের সেরা ইনিংস মানছেন টাইগারদের অভিজ্ঞ এই ওপেনার।

আফগানদের বিপক্ষে এশিয়া কাপের টিকে থাকার লড়াইয়ে ৮৭ রানে ৫ উইকেট হারানো দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে ইমরুল ও মাহমুদউল্লাহ ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ১২৮ রানে জুটি।

জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের বড় ইনিংস খেলে ইমরুল জানান, এটাকে আমার ক্যারিয়ারের একটি ভালো ইনিংস হিসেবে রাখব। তবে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসটি অনেক স্পেশাল ছিল আমার কাছে। ওই ইনিংসকেই সবচেয়ে এগিয়ে রাখব।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭