ইনসাইড গ্রাউন্ড

নতুন রেকর্ড গড়েছেন ইমরুল-সাইফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

বাংলাদেশের হয়ে গতকাল নতুন রেকর্ড গড়লেন অভিজ্ঞ ইমরুল কায়েস ও তরুণ সাইফুদ্দিন। দলের কঠিন বিপর্যয়ে তাঁরা হাল ধরে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা নড়বড়ে ছিল। ব্যাটে-বলে করতে পারছিলেন না লিটন, বিগ শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন। পরবর্তীতে একে একে উইকেট পড়তে থাকে টাইগারদের। এক সময় ৬ উইকেটে ১৩৯ রানে ধুঁকছিল বাংলাদেশ। সে সময় ৮ নম্বরে ব্যাট করতে নেমে  ইমরুলকে যোগ্য সঙ্গ দেন দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিন।

৭ম উইকেট জুটিতে ইমরুলের সঙ্গে তিনি গড়লেন ১২৭ রানের অনবদ্য এক জুটি। ৭ম উইকেট জুটিতে এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সেরা জুটি। আগেরটি ছিল ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০১ রানের।  মুশফিকুর রহিম  ও নাইম ইসলাম কিউইদের বিপক্ষে রেকর্ড রানের জুটি গড়েছিলেন। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ইমরুল ও সাইফুদ্দিন।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭