ইনসাইড গ্রাউন্ড

হচ্ছে না ত্রিদেশীয় সিরিজ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

সাফ ফুটবল ও বঙ্গবন্ধু গোল্ডকাপের উন্নতি ধরে রাখতে ত্রিদেশীয় সিরিজ করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নানা কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তাঁরা। আগামী মাসেই এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার কথা ছিল বাফুফের। সাফের দেশ ভুটান ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া হচ্ছিল। কিন্তু কোনো দেশই পজেটিভ ভাবে সাড়া দেয় নি।
ইংল্যান্ডে দুই সপ্তাহের ছুটিতে আছেন বাংলাদেশের কোচ জেমি ডে। ছুটিতে যাওয়ার আগে বেশি বেশি ম্যাচ খেলার একটি ইচ্ছা পোষণ করে গিয়েছিলেন তিনি। তবে সেই ইচ্ছা পূরণ কিছুটা হলেও ব্যর্থ হচ্ছে। তবে ফেডারেশন কাপের দিকেই নজর থাকবে কোচের।

এশিয়ান গেমসের পরপরই অনুষ্ঠিত হয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সাফ শেষ হতে না হতেই দেশের মাটিতেই বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলে বাংলাদেশ। বর্তমানে ব্যস্ত সূচিই পার করছে বাংলাদেশ। নিয়মিত বিভিন্ন দেশের সঙ্গে খেলা থাকলে খেলার মান উন্নত হবে। তারই ধারাবাহিকতায় বোর্ড চাইছিল ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭