ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা আবারও ক্রিকেট বিশ্বে বোমা ফাটাল। ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে অনুষ্ঠিত ১৫ টি ম্যাচের স্পট ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছে তাঁদের অনুসন্ধানী দল। এ ১৫ ম্যাচের মধ্যে রয়েছে বাংলাদেশেরও একটি ম্যাচ।

২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারানো ম্যাচটিতেও নাকি ফিক্সিং হয়েছে। তালিকায় আছে ২০১১ সালে ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্টেরও নাম। এছাড়াও ২০১১ বিশ্বকাপের আরও ৪ টি এবং ২০১২ সালের টি-২০ বিশ্বকাপের ৩ টি ম্যাচের নাম তালিকায় দেয়া আছে।

এই ফিক্সিং চক্রের অন্যতম নায়ক সুনীল মুনাওয়ার এবার ফোনে ও গোপন ক্যামেরার সামনে সরাসরি বলেছেন, ২০১১-১২ মৌসুমে কোন কোন ম্যাচে ফিক্সিং হয়েছে। সেই সুনীল মুনাওয়ারই ফোনে ও গোপন ক্যামেরার সামনে সরাসরি বলে দেন এই ম্যাচ গুলোর কথা।  

গতকাল রোববার রাতে প্রকাশিত এক অনুসন্ধানী তথ্যচিত্রে এসব স্পট ফিক্সিংয়ের তথ্য মেলে। ৫৮ মিনিট ১০ সেকেন্ডের এ তথ্যচিত্রে ফোনের রেকর্ডিং শোনানো হয়।

বাংলা ইনসাইডার/এজেএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭