ইনসাইড গ্রাউন্ড

গল টেস্টে বিদায় বলবেন হেরাথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় বলবেন শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ। নির্বাচকদের ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন হেরাথ।

যে মাঠ থেকে নিজের শুরুটা করেছিলেন সেই মাঠেই নিজের শেষ ম্যাচ খেলবেন এই স্পিনার।  ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে নিজের প্রথম টেস্টটি খেলেছিলেন হেরাথ, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সেই গলেই নিজের ৯৩ তম টেস্ট ম্যাচটি খেলে বিদায় বলবেন তিনি।

নিজের ক্যারিয়ারের যৌবন বয়সে গ্রেট মুরালির জন্য নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারেন নি হেরাথ, দলে সবসময় নিজের জায়গা ধরে রাখতে পারেন নি। ২০০৯ সালে ৩১ বছর বয়সে পুনরায় দলে জায়গা করে নেন এবং ধারালো স্পিনে শক্ত অবস্থান করে নেন।

এখন পর্যন্ত ৯২ টেস্টে ৪৩০ উইকেট শিকার করেছেন এই স্পিনার যার মধ্যে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৯ বার ও পাঁচ উইকেট নিয়েছেন ৩৪ বার।

বাংলা ইনসাইডার/এজেএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭