ইনসাইড পলিটিক্স

বিলুপ্ত হচ্ছে ২০ দল?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ২০ দল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের মধ্যেকার নিবন্ধিত দলগুলো জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যোগ দেবেন। কিন্তু ২০ দলের মধ্যে বিএনপি ছাড়া অন্যসব নিবন্ধিত দলই নাম সর্বস্ব। ২০ দলে বিএনপির বাইরে অপর প্রভাবশালী দল জামায়াতে ইসলামী হলেও তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে। তাই প্রশ্ন উঠতেই পারে নিবন্ধিত ২০ দলের শরিকরা ২০ দলে গেলে অনিবন্ধিত ২০ দল শরিক জামাতের কী হবে?

বিএনপির একাধিক সূত্রগুলো বলছে, অনিবন্ধিত ২০ দল শরিক জামাতের একটি বড় অংশ বিএনপির সঙ্গে মিশে গিয়ে ঐক্যফ্রন্টে দলটির পক্ষে কাজ করবে। মনোনয়ন প্রার্থী জামাতের ৫ থেকে ৭ জনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে বিএনপি। হাইকোর্টে রায়ে জামাতের নিবন্ধন বাতিল ও প্রতীক দাঁড়িপাল্লা না থাকায় জামাতের নেতাদের এখন ধানের শীষই ভরসা।

অবশ্য ২০ দলের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি বিলুপ্ত হবে না। একই সঙ্গে তাঁদের কার্যক্রমও চলবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সবই ঐক্যফ্রন্টে চলে গেছে কার্যতই ২০ দলের বিলুপ্তি ঘটবে। নামেই রয়ে যাবে ২০ দলীয় জোট।

বাংলা ইনসাইডার/জেডএ   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭