কালার ইনসাইড

শুভ জন্মদিন সাজু খাদেম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

একবার সাজু খাদেমকে জিজ্ঞেস করা হয়েছিল, এতো কাজ থাকতে অভিনয়ে এলেন কেন? তাঁর জবাব, ‘মানুষ জন্মগতভাবে অভিনেতাতো। অভিনেতা হওয়ার চেষ্টা করলে অভিনেতা হওয়া যায়। এটা একটা সহজ কাজ।’ এমনই রসবোধ সম্পন্ন মানুষ সাজু খাদেম। আজ ২২ অক্টোবর এই দিনে জন্মগ্রহণ করেন এই অভিনেতা।

সাজু খাদেমের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পাড়াকালীন সময়ে মঞ্চনাটকের সঙ্গে তিনি জড়িত হন। টিভি অভিনয়শিল্পী হিসেবে তিনি প্রথম যাত্রা শুরু করেন শায়ের খান পরিচালিত ‘ভোলার ডায়েরি’ নাটকে। ২০০০ সালে নাটকটি একুশে টিভিতে প্রচার হয়। মূলত এই নাটকে ‘ভোলা’ চরিত্রে অভিনয় করার পর থেকেই তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ে।  এ পর্যন্ত অসংখ্য নাটকে কাজ করেছেন। এছাড়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ও ‘কমন জেন্ডার’ নামে দুটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সাজু খাদেমকে বিভিন্ন কমেডি শো উপস্থাপনা করতে দেখা যায়। একজন দক্ষ কমেডিয়ান হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে। বিশেষ করে অন্যের কণ্ঠ নকল করে হুবহু কথা বলতে পারেন এই অভিনেতা।   

বাংলা ইনসাইডার/ এইচপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭