ইনসাইড বাংলাদেশ

বিরোধী দল দাবি করলে বিবেচনা করব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মন্ত্রিসভা ছোট করা এখন অসম্ভব। অনেক উন্নয়ন প্রকল্প চলছে। এমন সময় মন্ত্রিসভা ছোট করবো কীভাবে? তবে বিরোধী দল দাবি করলে, বিষয়টি বিবেচনা করবো।

আজ সোমবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

মন্ত্রিসভা ছোট করা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি বিভিন্ন দেশের বিরোধী দলের সঙ্গে কথা বলেছি, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি। গতবার আমি বলেছিলাম, বিভিন্ন দল থেকে নিয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠনের। তবে এবারের মন্ত্রিসভায় বিভিন্ন দলের প্রতিনিধিরা তো আছেন। এই সময়ে এত প্রজেক্ট চলছে, একজন মন্ত্রীর পক্ষে কয়েকটি মন্ত্রণালয় দেখা অসম্ভব। তারপরও আমি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। সবদেশে মন্ত্রিসভা রেখেই নির্বাচন করা হয়। তাই দেখি কি করা যায়। এরপরও বিরোধী দল চাইলে মন্ত্রিসভা ছোট করার বিষয়টি বিবেচনা করবো।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭