ইনসাইড বাংলাদেশ

‘লক্ষ্য দারিদ্রমুক্ত উন্নত দেশ গড়ে তোলা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে যদি জয়লাভ করতে পারি, তবে আমার লক্ষ্যই হবে লক্ষ্য দারিদ্রমুক্ত উন্নত দেশ গড়ে তোলা।

আজ সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি করার স্বাধীনতা সবার আছে। সেজন্য অন্যান্য দলগুলোকেও রাজনীতির চর্চা করার স্বাধীনতা আমি নিশ্চিত করেছি। 

প্রধানমন্ত্রী আরও বলেন, দারিদ্র দূরীকরণ, শিক্ষার হার বৃ্দ্ধি, আর্থ-সামাজিক উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নসহ নানা চেষ্টা আমরা করে যাচ্ছি। বাংলাদেশ এখন আর অবহেলিত কোনো দেশ নয়, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭