কালার ইনসাইড

কাঁদলেন বুবলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

পূবাইলে শাকিব খানের বাড়িতে চলছে শাহিন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ সিনেমার শুটিং। সেখানে শুটিংয়ে ব্যস্ত শাকিব খান ও বুবলী। একটি দৃশ্যের পরে এমন ঘটনা ঘটলো, পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে চারদিকে নীরব হয়ে গেল। সবাই নিজের জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছেন, মনিটরের দিকে তাকিয়ে আছেন পরিচালক। সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমানের চোখ ক্যামেরায়। ক্যামেরায় এক্সপ্রেশন দিলেন নায়িকা বুবলী। কাট বলার পর সবাই নড়েচড়ে বসলেন। ক্যামেরা থেকে চোখ নামিয়ে বুবলীর দিকে এগিয়ে এলেন ক্যামেরাপারসন মাহফুজুর রহমান। বুবলীর মাথায় হাত রেখে বললেন,‘বাঘিনী একটা।’ বুবলী মাথা নিচু করে তাকে সম্মান জানালেন। কেঁদে দিলেন বুবলী। চোখ মুছে চলে গেলেন পরের দৃশ্যের জন্য।

শুটিংয়ের ফাঁকে বুবলী বলেন, ‘মাহফুজুর স্যার অনেক সিনিয়র সিনেমাটোগ্রাফার। ওনার ক্যামেরার সামনে দাড়িয়েছেন বাংলা চলচ্চিত্রের সব কিংবদন্তি শিল্পী। উনাদের হাতে অনেক শিল্পীর জন্ম হয়েছে। উনার মতো একজন সিনিয়র যখন কাজের প্রশংসা করেন, তখন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আমি সব সময় ভালো কাজ উপহার দিতে চাই। যে কারণে সব সময় চেষ্টা করি ভালো কিছু করতে। সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’

মাহফুজুর রহমান বলেন,‘ বুবলী অনেকদূর যাবে বলে আমি মনে করি। অভিনয়ের প্রতি তার ভালোবাসা রয়েছে। কেউ যদি কোনো কাজে সফল হতে চায়, তার সে বিষয়ে ভালোবাসা থাকতে হয়। ওর কাজের প্রতি অনেক নিষ্ঠা দেখেছি।’

গতকাল সিনেমার প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে। এর আগে ব্যাংককে ছবির দুটি গানের শুটিং হয়েছে। এখন বাকি আছে ছবির সিক্যুয়েন্স ও দুটি গানের শুটিং। আগামী শুটিংয়ের জন্য লোকেশন ঠিক করে আবারও কাজ খুব দ্রুত শুরু হবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭