ইনসাইড গ্রাউন্ড

বরখাস্ত হচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর হুলেন লোপেতেগুইয়ের তত্ত্বাবধানে ১২টি ম্যাচ খেলে মাদ্রিদ। চলতি মৌসুমের ১১ ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ২ ম্যাচে ১ জয় ও লিগে ৯ ম্যাচে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে মাদ্রিদ। এমন অবস্থায় গুঞ্জন উঠেছে এল ক্যাসিকোর আগেই বরখাস্ত হচ্ছেন মাদ্রিদের কোচ।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সাক্ষরের পর থেকেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। হুলেন লোপেতেগুই ছিলেন স্পেনের কোচ। বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করায় স্পেনের জাতীয় দল থেকে বরখাস্ত হন তিনি।

রিয়ালের দায়িত্ব নিয়েই প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হারে মাদ্রিদ। এরপর একে একে আরও তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকার ৭-এ অবস্থান করছে মাদ্রিদ। সেই সঙ্গে ৪৮১ মিনিট গোলবিহীন ছিল মাদ্রিদ। সব মিলিয়ে ভালো অবস্থায় নেই মাদ্রিদ। 

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭