কালার ইনসাইড

যৌন হয়রানির অভিযোগ থেকে বাঁচতে অভিনব পন্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ ক্রমশ বেড়েই চলেছে। অভিনেত্রী তনুশ্রী দত্তের পর এ পর্যন্ত বহু নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ মি টু’ দিয়ে অভিযুক্তদের নামসহ ঘটনা তুলে ধরছেন নারীরা। তাই অনেকের মধ্যেই এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। তেমনিই একজন ‘বাজিগর’ খ্যাত অভিনেতা দালিপ তাহিল।

সম্প্রতি এক শুটিং সেটে সবাইকে চমকে দিয়েছেন দালিপ তাহিল। তবে সবচেয়ে বেশি চমকে গেছেন তাঁর সহ অভিনেত্রী। জানা যায়, ছবির শুটিংয়ে একটি ধর্ষণ দৃশ্যে অভিনয় করছিলেন দালিপ। প্রথমে এমন দৃশ্যে অভিনয় করতে চাননি তিনি। এরপর পরিচালক ও প্রযোজকদের অনুরোধে তা করতে রাজী হন। কিন্তু শর্ত জুড়ে দেন দালিপ। তাঁর দাবী, এমন দৃশ্যে করতে হলে অবশ্যই প্রমাণ থাকতে হবে যে, এটি একটি ছবিতে অভিনয় মাত্র, এছাড়া আর কিছুই নয়। রীতিমত প্রামান্য দলিল নিয়ে এসে সেখানে নায়িকা, পরিচালক ও প্রযোজকদের স্বাক্ষর নেন দালিপ।’

এমন কর্মকাণ্ডের জন্য দালিপ জানান, ‘যে হারে যৌন হয়রানির অভিযোগে ফেঁসে যাচ্ছেন নামজাদা তারকারা। আমি আবার কবে ফেঁসে যাই, তা নিয়ে শঙ্কিত। প্রমাণ থাকা মানে সবাই নিরাপদে থাকা, নিশ্চিন্তে থাকা। এটা সবার জন্যই ভাল’

উল্লেখ্য, মাস খানেক আগে অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগ, নানা নাকি তাঁকে ২০০৮ সালে ‘হর্ন ওকে’ ছবির সেটে যৌন হয়রানি করেছিলেন। এরপর থেকে যৌন হয়রানির বিরুদ্ধে সরব হয় গোটা বলিউড। এ পর্যন্ত সুশান্ত সিং রাজপুত, অলক নাথ, সাজিদ খান, বিকাশ বহেল, রজত কাপুর, কৈলাস খের, আনু মালিকসহ বহু তারকা যৌন হয়রানির অভিযোগের তীরে বিদ্ধ হয়েছেন।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

বাংলা ইনসাইডার/ এইচপি                

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭