ইনসাইড গ্রাউন্ড

সাকিবের আবেদনে দ্বিধায় বোর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2018


Thumbnail

আরব আমিরাতের নিজস্ব ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি-এক্স টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব আল হাসান। যদিও বিসিবি এখনই সাকিবকে ছাড়পত্র দিবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বোর্ড। খোঁজ নিয়ে জানা গেছে, দুই-একদিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বোর্ড।

চলতি বছরের ডিসেম্বরের ২৩ থেকে জানুয়ারির ১ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টটি আয়োজন করবে আরব আমিরাত। যদিও সাকিব এর আগেই সুস্থ হয়ে উঠবেন কিনা সেটা নিশ্চিত নয়।

অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসা শেষে সাকিব নিজেই জানান ইনফেকশন ঠিক হয়ে গেলে তিনি এক মাসের মধ্যেই মাঠে নামতে পারবেন। সেটা না হলে সাকিবকে অস্ত্রপাচারের জন্য অপেক্ষা করতে হবে। সে কারণে সাকিবকে ছাড়পত্র দিবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বোর্ড।

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭