ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ায় ভূমিধসে পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/10/2018


Thumbnail

মালয়েশিয়ার পেনাংয়ে ভূমিধসে পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার স্থানীয় সময় বেলা ২টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। গতকাল সোমবার এ ঘটনায় নিহত পঞ্চম বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়. মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম বারনামা এ তথ্য জানিয়েছে।

সোমবার উদ্ধার হওয়া লাশটি ৩৩ বছর বয়সী বাংলাদেশি যুবক উজ্জ্বলের বলে  সহকর্মীরা নিশ্চিত করেছেন। উজ্জ্বলের বাড়ি যশোরে।

ভূমিধসের ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি ইন্দোনেশিয়ার তিন শ্রমিক ও মিয়ানমারের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক, দুইজন ইন্দোনেশিয়ান নারী শ্রমিক এবং একজন কম্বোডিয়ান নারী শ্রমিক।

বারনামার প্রতিবেদনে বলা হয়, ভূমিধসের দিন সাতজন বিদেশি শ্রমিক নিহত ও চারজন আহত হন। এছাড়া নিখোঁজ ছিলেন দুইজন। সোমবার চতুর্থ দিনের মতো উদ্ধারকাজ শেষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থার প্রায় ১০০ জন কর্মী উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

পেনাংয়ের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক সাদন মোক্তার জানিয়েছেন, এখনো মাটির প্রায় ২০ মিটার নিচে চাপা পড়া একটি কন্টেইনার উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

বারনামার প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে নবম লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক বাংলাদেশি মোহাম্মদ রাজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। তিনিও মাটির আরও নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭