লিট ইনসাইড

জন্মদিনে গুগল ডুডলে কবি শামসুর রাহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/10/2018


Thumbnail

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের জন্মদিন আজ। দিনটির স্মৃতিচারণ করতেই বাংলাদেশে গুগল তার ডুডল পরিবর্তন করেছে। আজ মঙ্গলবার কবি শামসুর রাহমানের ৮৯ তম জন্মদিনে ডুডলে কাগজ-কলম হাতে কবির একটি স্কেচ দেখতে পাওয়া যাচ্ছে।

শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে কবি জন্মগ্রহণ করেন। বাঙালি এই লেখক একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও কলামিস্ট ছিলেন। দীর্ঘ ছয় দশক কবি এসব ক্ষেত্রে অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন।

১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। কবি শামসুর রাহমানের প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা প্রায় একশ। কাব্যগ্রন্থ ৬৬টি। উপন্যাস ৪টি, প্রবন্ধগ্রন্থ ১টি, ছড়ার বই ৮টি, অনুবাদ ৬টি। প্রথম গ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’।

২০০৬ সালের ১৭ আগস্ট তার নশ্বর দেহ আমাদের ছেড়ে চলে গেলেও আজীবন কবিতায় সমর্পিত এ কবি বেঁচে আছেন বাঙালির সত্তায়। বাংলা কবিতায় তিনি নতুন ধারা সৃষ্টি করেছিলেন। উভয় বাংলায় সমকালীন সময়ে অন্যতম কবির মর্যাদায় প্রতিষ্ঠিত হন তিনি।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭