ইনসাইড বাংলাদেশ

যান্ত্রিক ত্রুটিতে কাতার এয়ারওয়েজ বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/10/2018


Thumbnail

যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর বিমানটির ল্যান্ডিং গিয়ারের সমস্যা ধরা পড়ে। ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে থাকায় পাইলট শাহজালালেই অবতরণের সিদ্ধান্ত নেন। জরুরি অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে আকাশে উড়ে তেল কমান পাইলট। কোন ধরণের ক্ষয় ক্ষতি ছাড়া বিমানটি অবতরণে সক্ষম হয়।’

বোয়িং ৭৭৭ মডেলের বিমানটিতে তিনশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। তাদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। বিমানটি চেক করার কাজ সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭