ইনসাইড বাংলাদেশ

প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন ৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/10/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশনের কাছে ৪ নভেম্বরের স্লট চেয়েছেন। এ কারণে ধারণা করা হচ্ছে, আগামী ৪ নভেম্বরই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।

সাধারণত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে। এর আগে আগামী ১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নিয়মানুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনের তফসিল সম্পর্কে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা হয়। পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।

সব মিলিয়ে আগামী ৪ নভেম্বরকেই নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ বলে মনে করা হচ্ছে।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭