ইনসাইড বাংলাদেশ

দুপুরের পর আদালতে হাজির করা হবে মইনুলকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/10/2018


Thumbnail

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরে দায়ের করা মানহানির মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা মহানগর আদালতে নেয়া হবে। আজ মঙ্গলবার দুপুরের পর তাকে আদালতে হাজির করা হবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, দুপুর ১২টার পর যেকোনো সময়ে তাকে (ব্যারিস্টার মইনুল হোসেন) আদালতে নেয়া হবে।

গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে রংপুরে দায়ের করা মানহানির একটি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখান থেকেই মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হতে পারে। আদালত অনুমতি দিলে তাকে জিজ্ঞাসাবাদ ডিবি পুলিশ করবে।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭