ইনসাইড বাংলাদেশ

নির্বাচনকালীন সরকার বিষয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/10/2018


Thumbnail

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল  কাদের বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৬ অক্টোবর নির্বাচনকালীন সরকারের আকার নিয়ে সিদ্ধান্ত হবে।’

আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান মন্ত্রিসভায় সব দলের প্রতিনিধিই আছেন। আর নির্বাচনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। তবে মন্ত্রিসভার আকার ছোট হলে নতুন করে দু’একজন যুক্ত হবেন, আর আকার বর্তমানের মতো থাকলেও দু’একজন যুক্ত হতে পারেন।’

এসময় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করা হয়েছে। ২৬ অক্টোবরের পর আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে।’

আগামী ২৬ অক্টোবর ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভা হবে। সেদিন সব বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭