ইনসাইড গ্রাউন্ড

রাব্বিতে আস্থা রাখছেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/10/2018


Thumbnail

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে কৌতূহলের সীমা ছিল না। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ইনজুরি এই কৌতূহলের সৃষ্টি করে। সবাইকে চমকে দিয়ে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছিলেন ফজলে রাব্বি। ঘরোয়া ক্রিকেটের সাফল্য ও সাকিবের অনুপস্থিতি রাব্বিকে দলে জায়গা পাইয়ে দেয়।

প্রথম ওয়ানডের একাদশেও জায়গা পেয়ে যান এই অলরাউন্ডার। তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে অভিষেকটা স্মরণীয় করতে পারেননি। চার বলে শূন্য রান করে ফিরেছেন ফজলে রাব্বি । বোলিংয়ে ৩ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য।  

আজ চট্টগ্রামে আগামীকালের ম্যাচের একাদশ নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক মাশরাফি রাব্বিকেই এগিয়ে রাখলেন। অধিনায়ক বলেন, কোন খেলোয়াড়কেই এক ম্যাচ বা দুই ম্যাচ দিয়ে বিচার করলে হবে না, সময় দিতে হবে, সুযোগ দিতে হবে।

মাশরাফি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, অবশ্যই আরেকটি সুযোগ ওর পাওয়া উচিত। একটি ম্যাচ দিয়ে কাউকে বিচার করা কঠিন। একটি ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত নয়। আর যে বলে আউট হয়েছে সেটাতেও দোষ দেওয়ার কিছু নেই। ক্রিকেট খেলায় এমনিতেও দোষের জিনিস কিছু নেই।

বাংলাদেশ আগামীকাল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বেলা আড়াইটায়।

বাংলা ইনসাইডার/এজেএস

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭